আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো সৌদি আরব ও বাহরাইন। দুই দেশই লেবানিজ রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে।
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের যুদ্ধের সমালোচনা করে একজন লেবানিজ মন্ত্রীর দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে এই পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টার মধ্যেই বাহরাইনও লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কারের কথা জানায়।
আলজাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সৌদি আরব রাষ্ট্রদূত বহিষ্কারের পাশাপাশি লেবানন থেকে সব ধরনের আমদানিও স্থগিত করেছে। এছাড়া সৌদি আরবের নাগরিকদের লেবানন ভ্রমণ নিষিদ্ধ করাসহ বৈরুত থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরে আসতে বলা হয়েছে।
সান নিউজ/এনকে