আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনায় লকডাউনের কারণে সিগারেট বিক্রি বেড়েছে যা গেলো ২০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ। মঙ্গলবার বার্ষিক এক প্রতিবেদনে এ কথা জানায় মার্কিন ফেডারেল ট্রেড কমিশন।
যুক্তরাষ্ট্রে গেলো বছরের তুলনায় ৮০০ মিলিয়ন ইউনিট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শতকরা ০.৪ ভাগ। এর আগে ২০২০ সালে সিগারেট বিক্রি বেড়েছে ২০৩.৭ বিলিয়ন ইউনিট। এছাড়া খুচরা বিক্রেতাদের কাছে কম দামে সিগারেট বিক্রি করা হয় যেনো কম দামে ক্রেতারা পেতে পারেন।
ফিনিক্স ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান বলছে, করোনার সময় অতিরিক্ত দুঃশ্চিন্তার কারণ মূলত মানুষ সিগারেট খাওয়া বাড়িয়েছে।
সান নিউজ/এমএইচ