আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে জনতার ওপর নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা গেছেন কমপক্ষে ৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। সোমবার (২৫ অক্টোবর) সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় এ ঘটনা ঘটে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৫ অক্টোবর) সকালে দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সেনাবাহিনী।
অভ্যুত্থানের প্রতিবাদে সকাল থেকেই রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। বিক্ষোভে অসংখ্য নারীও অংশ নেন। এসময় বিক্ষোভকারীদের ওপর গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সেনাবাহিনী। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।
সান নিউজ/এমএইচ