আন্তর্জাতিক ডেস্ক: ইরানে বক্তৃতার সময় এক ব্যক্তি দর্শকের সারি থেকে সরাসরি মঞ্চে উঠে বক্তৃতারত গভর্নরের গালে চড় মারেন এক ব্যক্তি। লাঞ্ছিত ব্যক্তির নাম জেইনোল আবেদিন খোররাম। সম্প্রতি তিনি পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৩ অক্টোবর) ইরানের উত্তর–পূর্বাঞ্চলের তাবরিজ শহরে ঘটনাটি ঘটেছে। নিয়োগ পাওয়ার পর তাবরিজে ইমাম খোমেনি মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। গভর্নরকে চড় মারা ওই ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য তিনি।
নিরাপত্তার ব্যত্যয় ঘটিয়ে ইরানে সাধারণত এমন ঘটনা ঘটতে দেখা যায় না। ওই অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একাধিক প্রতিনিধি ও রাষ্ট্রের অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে হাজির ছিলেন।
আরও প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ধীরে ধীরে খোররামের কাছে যাচ্ছেন। গিয়েই গালে চড় মারার পর ধাক্কাধাক্কি করছেন তাকে। এরপর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটকান এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে আনেন।
সান নিউজ/এমকেএইচ