আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় সেনা, নৌ ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী ও অপরাধী চক্রের নেতা দাইরো আন্তোনিও উসুগা। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকো এক টেলিভিশন বার্তায় অতোনিয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কলম্বিয়া সরকার অতোনিয়েলকে ধরিয়ে দিতে আট লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এছাড়া যুক্তরাষ্ট্র তার মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯০ সালে পাবলো এসকোবারের পতনের পর মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাফল্য এটি। অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
সান নিউজ/এমকেএইচ