আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বিতর্কিত সমুদ্রসীমায় তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে রীতিমতো ইসরায়েলকে হুমকি দিয়েছেন হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এক টেলিভিশন বক্তৃতায় নাসরুল্লাহ বলেছেন, যদি শত্রু মনে করে তারা এই সমস্যার সমাধানের আগে তাদের ইচ্ছামতো কাজ করতে পারে তবে তারা ভুল করছে।
মার্কিন কোম্পানি হলিবার্টন খনিজ খুঁজছে ইসরায়েলের হয়ে। এই কোম্পানি ড্রিল শুরু করার পরই জাতিসংঘে আপত্তি জানিয়েছে লেবানন। দুই দেশ এই সমস্যা সমাধানের চেষ্টা করার জন্য অক্টোবর থেকে মার্কিন মধ্যস্থতায় আলোচনা চালিয়ে আসছে।
সান নিউজ/এমকেএইচ