সাননিউজ ডেস্ক: চীনের সঙ্গে শীতল যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মেরিল্যান্ডের বাল্টিমোরে একটি অনুষ্ঠানে জনতার উদ্দেশে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক বক্তব্যে তিনি বলেছেন, তিনি চীনের সাথে শীতল যুদ্ধ চান না। খবর এএফপি’র।
তিনি বলেন, আমি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি এবং বিশ্বের অন্যান্য নেতার চেয়ে বেশি সময় কাটিয়েছি। এজন্যই আপনারা লোক মুখে শুনেছেন যে বাইডেন চীনের সাথে নতুন শীতল যুদ্ধ শুরু করতে চায়। আমি চীনের সাথে শীতল যুদ্ধ চাই না। আমি চাই চীন যেন বুঝতে পারে যে, আমরা পিছু হটতে যাচ্ছি না এবং আমাদের মতামতে কোন পরিবর্তন করছি না।
চীন, রাশিয়া ও বিশ্বের বাকি সব দেশই জানে পৃথিবীর ইতিহাসে আমাদের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, তারা আরও শক্তিশালী হতে চলেছে কিনা তা নিয়ে চিন্তার অবকাশ নেই।
তিনি বলেন, তবে তারা কোনো কার্যকলাপে লিপ্ত হতে চলেছে কি না, সে বিষয়ে আপনাকে থাকতে হবে না হয় সেখানে তারা একটি গুরুতর ভুল করতে পারে।
সাননিউজ/এমআর