আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক দিনের বন্যায় ভারত ও নেপালে ১৫০ জনের অধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এঘটনায় আরও অর্ধশতাধিকের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে দুটি দেশের সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
বুধবার (২০ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনের বন্যায় ৪৬ জন মারা গেছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে নেপাল সরকার জানিয়েছে, টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় গতকাল বুধবার নিহতের সংখ্যা ৭৭ জনে দাঁড়িয়েছে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং বলেন, ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের পাঁচথর জেলায় ২৪ জন, প্রতিবেশী ইলামে ১৩ জন এবং পশ্চিম নেপালের দতিতে বারোজন নিহত হয়েছেন। অন্যরা পশ্চিম নেপালের অন্য এলাকায় মারা গেছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত ও ২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।
সান নিউজ/এফএইচপি