আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জাতীয় ভলিবল দলের এক নারী খেলোয়াড়ের শিরশ্ছেদ করেছে নতুন ক্ষমতায় আসা গোষ্ঠীটি। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ভলিবল খেলা ওই খেলোয়াড়ের নাম মাহজুবিন হাকিমি। অক্টোবরের শুরুর দিকে রাজধানী কাবুলে গোষ্ঠীটি তার শিরশ্ছেদ করে।
বিষয়টি নিশ্চিত করেন আফগান নারী জাতীয় ভলিবল দলের অন্যতম কোচ সুরায়া আফজালি (ছদ্মনাম)।
তিনি বলেন, ঘটনার পর মাহজুবিনের পরিবারকে এ বিষয়ে মুখ না খোলার জন্য হুমকি দেন নতুন সরকারের সদস্যরা। ফলে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
আফগান সরকারের পতনের আগে মাহজুবিন কাবুল মিউনিলিপ্যালিটি ভলিবল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন। তিনি ছিলেন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়।
আফগান কোচ আরও জানান, গোষ্ঠীটি ক্ষমতা দখলের আগে তাদের মাত্র দুজন খেলোয়াড় দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন। ফলে মাহজুবিনের মতো বাকিরা রয়ে গেছেন আফগানিস্তানেই। তাদের দিন কাটছে আতঙ্কে।
সান নিউজ/এফএইচপি