আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরখণ্ড রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৪৬ জনের প্রাণহানী হয়েছে। বন্যা-ভূমিধসসহ নানা প্রতিকূলতায় এসব মৃত্যু হয়। রাজ্যটির বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুমায়ন জেলায়। রাজ্যটির রানিখেত ও আলমোরা অন্যান্য অঞ্চলগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মৃতদের মধ্যে স্থানীয়রা ছাড়াও নেপাল থেকে আসা দিনমজুর রয়েছেন। তারা পৌরি জেলায় ভূমিধসে মাটির নিচে চাপা পড়েন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চম্পাওয়াত জেলায়ও। সেখানে ভূমিধসে হতাহতের ঘটনা ঘটেছে।
বন্যায়-ভূমিধসে আটকে পড়া শত শত লোককে উদ্ধার করা হয়েছে। উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পিএস ধামি মৃতদের পরিবার প্রতি ৪ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।
সান নিউজ/এনকে