ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২০ লাখের অধিক। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮২৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৩৭০ জনে।
দেশটিতে আজ নতুন করে প্রাণহানি হয়েছে ২৭৩ জনের। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৫৬ হাজার ৫৮০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছে ১১ লাখ ৩৩ হাজার ৪২১ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। সেখানে মোট আক্রান্ত ৩ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। মৃত্যু হয়েছে ৩০ হাজার ৪২৯ জনের। আজ নতুন করে এখন পর্যন্ত মারা গেছে ২৮ জন।
এরপরই রয়েছে নিউ জার্সি। এ রাজ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯৭৩ জন। প্রাণহানি হয়েছে ১২ হাজারেরও অধিক। আজ নতুন করে মৃত্যু হয়েছে ৬৯ জনের।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত রাজ্যের মধ্যে তিন নম্বরে রয়েছে ক্যালিফোর্নিয়া। সেখানে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজারেরও বেশি। মারা গেছে ৪ হাজার ৬২৮ জন।