সাননিউজ ডেস্ক: যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব গত দুই বছরে তিনবার জীবননাশের হুমকি পেয়েছেন। তিনি নিজেই এ তথ্য দিয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
এরইমধ্যে দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদ স্যার ডেভিড অ্যামেসের হত্যায় সাংসদদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে ডমিনিক রাব নিজের জীবনের ওপর আসা হুমকির বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, গত দুই বছরে তিনবার আমাকে হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া হুমকিতে আমার ওপর অ্যাসিড নিক্ষেপের কথা বলা হয়েছিল। আমি পুলিশের অভিযোগ জানিয়েছি।
ডমিনিক রাব জানান, কেবল তিনিই নন, দেশটির অনেক সাংসদ এরকম হুমকি পেয়েছেন এং হয়রানির শিকার হয়েছেন।
তিনি বলেন, সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের প্রতি ঘৃণা ছড়ানো ঠেকাতে মূলধারার গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সোশ্যাল মিডিয়ার যেসব অ্যাকাউন্ট থেকে ঘৃণা ছড়ানো হয়, সেগুলো বন্ধ করে দেওয়া উচিৎ।
সাননিউজ/এমআর