আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সব চেয়ে লম্বা নারী হিসেবে গিনেস বুকে নাম উঠিয়েছে তুরস্কের ২৪ বছর বয়সী রুমেইশা গেলগি। তার উচ্চতা সাত ফুট ০.৭ ইঞ্চি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুমেইশা জন্মলগ্ন থেকেই ‘উইভার সিন্ড্রোম’-এ আক্রান্ত। ‘উইভার সিন্ড্রোম’ এক ধরনের বিরল জিনের রোগ, যার জেরে অস্বাভাবিক হারে দ্রুত বাড়তে থাকেন রোগাক্রান্ত ব্যক্তি। অধিক লম্বা হওয়ার কারণে হাঁটতে চলতে অসুবিধে হয় রুমেইশার। তাই হুইলচেয়ারই ব্যবহার করেন তিনি। তবে মাঝে মাঝে ওয়াকারে ভর দিয়ে হাঁটারও চেষ্টা করেন।
রুমেইশা বলেন, ‘সমস্ত ধরনের অসুবিধাকে সুযোগে বদলে ফেলা সম্ভব। তবে তার জন্য নিজের বর্তমান অবস্থাকে মেনে নিতে হবে। নিজে কী পারো আর না-পারো, সেটাও জানা ভীষণ জরুরি।’
সান নিউজ/এমএইচ