আন্তর্জাতিক ডেস্ক: উরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত এক বিলিয়নেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন ১৫০টিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে ফন ডার লিয়েন বলেন, খুব স্পষ্টভাবেই ইউরোপীয় ইউনিয়ন কোভিড-১৯ ভ্যাকসিনের সবচেয়ে বড় রপ্তানিকারক"। তিনি আরো উল্লেখ্য করেন, ইইউ যতগুলো ভ্যাকসিন রপ্তানি করেছে ততগুলোই নাগরিকদের কাছে পৌঁছে দিয়েছে ইইউ।
ইইউ ২০২০ সালের ডিসেম্বরে বিশ্বব্যাপী ভ্যাকসিন রপ্তানি শুরু করে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য প্রধান উৎপাদক দেশগুলো তা করেনি। বরং কয়েক মাসের জন্য রপ্তানি সীমিত করেছে।
লিয়েন জানান, দরিদ্র দেশগুলোতে ইইউ-এর রপ্তানি করা বা দান করা ভ্যাকসিনগুলো মোট রপ্তানির একটি ছোট অংশ ছিল। কিন্তু ইইউ সবচেয়ে দুর্বল দেশগুলোতে কমপক্ষে ৫০০ মিলিয়ন কোভিড-১৯ শট বিতরণের লক্ষ্য নিয়ে আগামী মাসে তার অনুদান বাড়ানোর পরিকল্পনা করছে। সূত্র: রয়র্টাস
সাননিউজ/ জেআই