সাননিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মূত্রণালীর সংক্রমণের চিকিৎসা নিয়েছেন তিনি। এই সংক্রমণ পচন পর্যন্ত পৌঁছায়।
৭৫ বছর বয়সী বিল ক্লিন্টন তার স্ত্রী হিলারি ক্লিন্টনকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। এসময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়েন। চিকিৎসকেরা জানান, বিল ক্লিন্টন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে ইয়র্কের বাড়িতে ফিরবেন।
ক্লিন্টনকে চিকিৎসা দেওয়া ডাক্তারদের তদারকিতে ছিলেন ডা আলপেস আমিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘তার জ্বর এবং রক্তের শ্বেত কণিকা স্বাভাবিক হয়েছে আর তিনি নিউ ইয়র্কে ফিরে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করবেন।’
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দায়িত্ব পালন করেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় অপেক্ষারত মেডিকেল কর্মীদের সঙ্গে হাত মেলান।
সাননিউজ/এমআর