আন্তর্জাতিক ডেস্ক: ২৬২ দিনের বিশ্বের দীর্ঘতম লকডাউন শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। করোনার লাগাম টানতে গত বছরের মার্চ শুরু হওয়া লকডাউন প্রত্যাহার হচ্ছে চলতি সপ্তাহে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এক ঘোষণায় জানান, বৃহস্পতিবার লকডাউন শিথিলতা আনা হচ্ছে।
চলতি সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্যে করোনার প্রতিষেধক টিকা দেওয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর আশা করছেন সংশ্লিষ্টরা। এখন ভিক্টোরিয়ার ৬৫ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। আর ৮৯ শতাংশ বাসিন্দা প্রথম ডোজের আওতায় এসেছেন।
এ বিষয়ে প্রিমিয়ার বলেন, ভ্যাকসিন কার্যক্রমে আমার বেশ এগিয়েছি। বৃহস্পতিবার ১১টা ৫৯ থেকে কোনও লকডাউন, বিধিনিষেধ, কারফিউ থাকছে না। এটি আমাদের জন্য বিশেষ দিন।
মেলবোর্নে ৬ দফায় ২৬২ দিন কঠোর লকডাউনে বাসিন্দরা। এর আগে ২৩৪ দিন লকডাউনে ছিলো আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।
করোনার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলছে অস্ট্রেলীয় সরকার। অস্ট্রেলিয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫শর বেশি মানুষ মারা গেছেন।
সাননিউজ/ জেআই