ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছে এমন একটি বিমান ঘাঁটিতে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে।
গতকাল (১২ জানুয়ারি) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
হামলায় কোনও মার্কিন সেনা হতাহত হননি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চার ইরাকি সেনা আহত হয়েছেন।
ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দক্ষিণের এই বিমান ঘাঁটি লক্ষ্য করে আটটি কাতিউসা রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে চারটি আঘাত হেনেছে। এতে দুই কর্মকর্তাসহ আহত হয়েছে চারজন। রয়টার্স জানিয়েছে, আহতরা সবাই ইরাকি সৈন্য।
এই হামলা কারা চালিয়েছে, সে বিষয়েও কিছু বলা হয়নি।
ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে বাগদাদে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে হত্যা করার পর থেকে উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে।