আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্মপ্রচারক ও তাদের পরিবারের সদস্যসহ ১৭ জন অপহৃত হয়েছেন। এতিমখানা থেকে বাসে করে বিমানবন্দরে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) হাইতির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেনিফার ভিয়াও। তিনি জানান, অপহরণের এই ঘটনা পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ক্যারিবীয় অঞ্চলের সংকটপীড়িত এই দেশটির একটি এতিমখানা ছেড়ে চলে যাওয়ার সময় এসব ধর্মপ্রচারক ও তাদের পরিবারের সদস্যদের অপহরণ করা হয়।
সান নিউজ/এমকেএইচ