আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনাভাইরাস মোকাবিলায় আরোপিত বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) থেকে এ শিথিলতা কার্যকর হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। তবে কিছু জায়গায়, বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে।
সেখানে সব ভ্রমণকারী ও স্টাফদের মাস্ক পরতে হবে। এ ছাড়াও পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী মসজিদ দুটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সে ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপ ব্যবহার করে আগেই বুকিং দিতে হবে।
সান নিউজ/এমকেএইচ