আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বৃষ্টিতে কেরালায় ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। এ কারনে শনিবার (১৬ অক্টোবর) এই ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করে ভারতের আবহাওয়া বিভাগ।
জানা যায়, ভারতের আবহাওয়া বিভাগ পাঠানমথিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি এবং ত্রিশূর জেলার জন্য 'রেড অ্যালার্ট' জারি করেছে। এছাড়া, তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপুঝা, পালাক্কাড, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়ানাড জেলাতে 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়েছে।
ইন্ডিয়া টুডে'র এক প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিতে রাজ্যের দক্ষিণ ও মধ্য অঞ্চলে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানায়, অনেক নদীর পানি 'বিপৎসীমা' অতিক্রম করেছে এবং পানি উপচে পড়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরালা উপকূলে দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপের প্রভাবে ১৭ অক্টোবর সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৮ অক্টোবরও ভারী বৃষ্টিপাত এবং ১৯ অক্টোবর সকাল থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা আছে।
সান নিউজ/এমএইচ