আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিন বন্ধ থাকা অস্ট্রেলিয়ার বৃহত্তম লেকম্বা মসজিদ পুনরায় খুলেছে। শুক্রবার (১৫ অক্টোবর) নিউ সাউথ ওয়েলসের মসজিদে জুমার নামাজ আদায়ে মসজিদে এসেছেন করোনা টিকা নেওয়া মুসল্লিরা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ প্রতিক্ষার পর মসজিদে আসতে পেরে স্থানীয় মুসল্লিদের মন আনন্দ ও উচ্ছ্বাসে ভরপুর।
লেকম্বার অধিবাসী ও তরুণ সংগঠক সায়িদ মইন আকল জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় মুসলিমরা মসজিদের বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। কারণ মুসলিমদের হৃদয়ে মসজিদের অবস্থান। প্রতিদিন তারা পাঁচ বার নামাজ আদায় করতে মসজিদে আসেন।’
করোনা শনাক্তের হার ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক দিন যাবত মসজিদে নামাজ আদায় সীমিত ছিল। মুসল্লিদের নানা ধরনের বিধি-নিষেধের মেনে চলতে হত। এ সময় তারা ঈদের মতো বাৎসরিক উৎসবগুলোও পালন করতে পারেননি।
সান নিউজ/এমএইচ