আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের এক বিক্ষোভে গুলি চালানো হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত কমপক্ষে ২৫।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দেশটির বিচারপতি তারেক বিতারকে বৈরুত বন্দর বিস্ফোরণের তদন্ত থেকে সরিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ হচ্ছিল। হিজবুল্লাহর শত শত সমর্থক কালো পোশাক পরে জাস্টিস প্যালেসের বাইরে জড়ো হয়।
নিকটবর্তী তৈয়্যুন পাড়া থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। লেবানিজ রেডক্রস জানিয়েছে, এখন পর্যন্ত ৫ নিহত ও ২৫ জন আহতের খবর জানা গেছে। কারা গুলি চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
সাননিউজ/ জেআই