আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে তাকে ভর্তি করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় বিষয়টি জানিয়েছে দৈনিক ইন্ডিয়া টুডে।
কংগ্রেসের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ৮৯ বছর বয়সী কংগ্রেসের এই প্রবীন নেতার শরীরে দুদিন ধরে মৃদু জ্বর। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাকে কার্ডিও-নিউরো টাওয়ারে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীতিশ নায়কের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার কয়েকটি মেডিকেল টেস্ট চলছে।
এদিকে, অল ইন্ডিয়া কংগ্রেসের যোগাযোগবিষয়ক ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রণব ঝা টুইটারে বলেছেন, মনমোহন সিংয়ের অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়েছে। তিনি স্থিতিশীল আছেন। তার নিয়মিত চিকিৎসা চলছে। যেকোনও ধরনের হালনাগাদ তথ্য আমরা সবাইকে জানিয়ে দেব।
সাননিউজ/এমআর