আন্তর্জাতিক ডেস্কঃ আলুর সংকটে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে জাপানে। জাপান টুডের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, মহামারী করোনার কারণে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। মূলত শিপিং এবং লজিস্টিক শিল্পের জন্য তৈরি হওয়া সমস্যা থেকে আলু আমদানিতে কেএফসি জাপানের রুটগুলোর কাজে ব্যাঘাত ঘটছে। তাই আলু না থাকার কারণে কোম্পানিটি গত শুক্রবার থেকে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২১ শে অক্টোবর থেকে তারা আবারো ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি শুরু করতে পারবে।
সান নিউ/এমএইচ