আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুর্বৃত্তের গুলিতে ডাক বিভাগের তিন কর্মী মারা গেছেন। হামালকারীরা মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজ্যের মেমফিস শহরের অরেঞ্চ মাউন্ড ডাক পোস্ট অফিসে গুলি চালায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে। খবর ফক্স নিউজ।
পোস্টাল সার্ভিসের আইন প্রয়োগকারী বাহিনী ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস জানিয়েছে, মেমফিসের পুলিশ বিভাগ এবং এফবিআইয়ের দল যৌথভাবে তদন্ত শুরু করেছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী পোস্ট অফিসেই কাজ করেন। তবে সে এখনও আটক হয়নি।
হামলার পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। একইসঙ্গে হামলাকরীকে ধরতে অভিযান চালাচ্ছে। যেখানে হামলা হয়েছে ওই এলাকা এখন ঝুঁকি মুক্ত বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী। মেমফিসে যে ঘটনা ঘটেছে তার জন্য এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে পুলিশ বিভাগ।
সাননিউজ/এমআর