সান নিউজ ডেস্ক: এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিস। রিখটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৩।
মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির ক্রিটে দ্বীপে স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় এই ভূমিকম্প অনুভূত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপৃষ্ঠের ৬ দশমিক ২ মাইল গভীরে কম্পন সৃষ্টি হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির সিটিয়া বন্দর শহর থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণ-পূর্বে।
তবে এই ঘটনায় তাৎক্ষণিক গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এবং দমকল কর্মীরা ক্ষতির জন্য পূর্ব ক্রিটে এলাকায় তল্লাশি চালাচ্ছে।
সান নিউজ/এফএইচপি