আন্তর্জাতিক ডেস্ক: চীনের শানশি প্রদেশে ভারি বৃষ্টি ও বন্যায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
খবরে বলা হয়, বৃষ্টি ও বন্যায় হাজার হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে আবহাওয়া কর্মকর্তা ওয়াং ওয়েনই বলেন, অক্টোবরে প্রদেশের গড় বৃষ্টিপাত স্বাভাবিক বছরের একই সময়ের ১৩ গুণ বেশি।
সান নিউজ/এনকে