আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস)র প্রধান অর্থায়নকারী সামি জসিম আল-জাবুরিকে গ্রেফতার করেছে ইরাকের গোয়েন্দা বাহিনী। সোমবার (১১ অক্টোবর) ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদেমি এ ঘোষণা দেন।
এক টুইট বার্তায় তিনি দাবি করেন, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জাবুরিকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি। খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জাবুরির সন্ধান করছিলো। জাবুরিকে আইএসের প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির অন্যতম সহকারি বলে মনে করা হতো।
২০১৫ সালে জাবুরিকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তাকে গ্রেফতারের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে দেশটির পররাষ্ট্র দপ্তর।
ইরাকি গোয়েন্দাবাহিনীর মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, জাবুরির সঙ্গে আইএসের নতুন নেতা আমির মোহাম্মদ সায়িদ আবদুল রহমান আল-মওলার সুসম্পর্ক রয়েছে।
মার্কিন তদন্ত সংস্থা (এফবিআই) জানায়, ২০১৪ সালে ইরাকের মসুলে আইএসের উপপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন জাবুরি। এছাড়া তিনি সংগঠনটির অর্থমন্ত্রী সমপর্যায়ের নেতা ছিলেন।
সান নিউজ/এফএআর