আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া তথ্য ও ঘৃণা ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যর্থ হয়েছে। এরমধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াটি গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করছে। শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা শনিবার (৯ অক্টোবর) রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন।
রেসা রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল জিতেছেন। শুক্রবার (৮ অক্টোবর) মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তারা নোবেল জয় করেন।
সাক্ষাতকারে নোবেল জয়ী মারিয়া রেসা বলেন, ফেসবুক বিশ্বজুড়ে সংবাদের সবচেয়ে বড় সরবরাহকারী। প্রতিষ্ঠানটির অ্যালগরিদম ঘৃণা ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সফল হয়নি। এমনকি ফেসবুক তথ্যপ্রকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করে।
মারিয়া রেসা বলেন, আপনার কাছে তথ্য না থাকলে আপনি প্রকৃত সত্য জানতে ও বিশ্বাস স্থাপন করতে পারবেন না। আর এসবের অভাব গণতন্ত্রকে দুর্বল করে তোলে।
তার এমন মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্স ফিলিপাইনে ফেসবুকের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তার সাড়া পাওয়া যায়নি।
মারিয়া রেসা এমন একসময় এই মন্তব্য করেছেন, যখন ফেসবুকের ওপর ‘ভীতিকর ও মুসলিমবিদ্বেষী’ কনটেন্ট ছড়ানো ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন।
সাননিউজ/এমআর