আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসলামি বিপ্লবের পর প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বানি সদর মারা গেছেন। আবুল হাসানের পরিবারও এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৯ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তিনি প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল হাসান দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভোগার পর দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মারা যান বলে তার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৩৩ সালের ২২ মার্চ ইরানের পশ্চিমাঞ্চলের হামাদানের কাছে একটি গ্রামে আবুল হাসানের জন্ম। তিনি ছিলেন লিবারেল ইসলামের সমর্থক। মাত্র ১৭ বছর বয়স থেকেই জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদেদের ন্যাশনাল ফ্রন্ট অব ইরানের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। আবুল হাসান ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন । পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। ১৯৮৪ সাল থেকে ভার্সাইতে বসবাস করছিলেন তিনি।
সান নিউজ/এমকেএইচ