আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় মদ পানের পর বিষক্রিয়ায় ২৬ জনের মৃত্যু হয়েছে। কাজাখিস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত মদপানে এদের মৃত্যু হয়।
শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। আরও ২৮ জন বিষক্রিয়ায় ভুগছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
পান অনুপযোগী মদ তৈরি ও বিপণনের অভিযোগে ইতিমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রুশ বার্তাসংস্থা রিয়ার খবরে বলা হয়, প্রাদেশিক এক মন্ত্রী জানিয়েছেন, বিষাক্ত মদপানে নয়জনের মৃত্যু হয়েছে।
বিক্রি হওয়া মদ পণ্য মান নিয়ন্ত্রণ করে তৈরি কি না তা জানার জন্য তদন্ত চলছে।
সান নিউজ/এফএইচপি