আন্তর্জাতিক ডেস্কঃ হীরা ও পান্নার মতো দামি পাথর দিয়ে তৈরি চশমার দাম ২৯ কোটি টাকা। ভারতের এক রাজকীয় কোষাগারে পাওয়া গেছে চশমা দুটি। হীরা ও পান্না দিয়ে বানানো চশমা দুটিকে লন্ডনে নিলামে তোলা হচ্ছে চলতি মাসের শেষদিকে।
নিলাম সংস্থা সথেবিস জানায়, চশমাগুলোতে হীরা ও পান্নার মুঘল আমলের ফ্রেমগুলোর সঙ্গে যে লেন্সগুলো আছে তা ১৮৯০ সালের কাছাকাছি সময়ে লাগানো হয়েছিল।
নিলামে চশমা দুটির প্রত্যেকটির দাম ২০ লাখ থেকে শুরু করে ৩৪ লাখ (বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি টাকার বেশি) ডলার পর্যন্ত উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে।
নিলামের তোলার আগে অক্টোবরে চশমা দুটি হংকং ও লন্ডনে প্রদর্শিত হবে।
চশমাগুলো মুঘল আমলে বানানো বলে ধরে নেওয়া হয়েছে। তবে কোন সম্রাটের শাসনামলে বানানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সান নিউজ/এমএইচ