আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জিজান শহরের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ অন্তত দশজন আহত হয়েছেন।
এতে ছয়জন সৌদি, তিনজন বাংলাদেশী এবং একজন সুদানী আহত হয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এসপিএ) জানিয়েছে, সৌদি দক্ষিণাঞ্চলীয় শহর জিজানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন হামলায় শুক্রবার দশজন আহত হয়েছেন।
জোটের মুখপাত্র আরও বলেন, হামলায় বিমানবন্দরের কিছু জানালাও ভেঙে গেছে।
হামলার দায় তাৎক্ষনিকভাবে স্বীকার করেনি হুথি গোষ্ঠী। তবে গোষ্ঠীটি উপসাগরীয় রাজ্যকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সান নিউজ/এফএইচপি