আন্তর্জাতিক ডেস্ক: মালির মধ্যাঞ্চলে বুধবারের হামলায় ১৬ সৈন্য নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান।
মালি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে বিস্ফোরক হামলা চালানো হয়। এর পর উভয়পক্ষে বড় ধরনের বন্দুক যুদ্ধ চলে। এতে ১৫ হামলাকারী নিহত এবং ২০টি মোটরসাইকেল আটক করা হয়। এ হামলার জন্য জিহাদীদের দায়ী করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী নয় জনের নিহত হওয়ার কথা জানালেও একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র নিহতের এ সংখ্যাটি নিশ্চিত করেছে।
সান নিউজ/এনকে