আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশকে মহামারির ভেতরেই সুখবর দিয়েছে ভারতের 'সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া'।
সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশে দশ লাখ ডোজ টিকা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে।
পিটিআই জানায়, বাংলাদেশের সঙ্গে ৩ কোটি ডোজ 'কোভিশিল্ডের' চুক্তি থাকলেও মার্চে ভারতে মহামারি চরম আকার ধারণ করলে সেদেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।
বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে।
সান নিউজ/এফএইচপি