আন্তর্জাতিক ডেস্ক: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রের নিচ দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি পরিচালিত একটি সাবমেরিনের সঙ্গে অনুল্লেখিত কোনো ‘বস্তুর’ সংঘর্ষ হয়েছে।
আলজাজিরা এক প্রতিবেদনে বলা, সংঘর্ষে এতে সাবমেরিনটির বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন। তবে কারো জখম প্রাণঘাতী নয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটে। সাবমেরিনটি নিরাপদ ও অক্ষত অবস্থায় রয়েছে। এর নিউক্লিয়ার প্রোপালশন প্লান্ট ও স্পেসগুলোর কোনো ক্ষতি হয়নি, সেগুলো পুরোপুরি সচল রয়েছে।
তবে সাবমেরিনের সঙ্গে কীসের আঘাত লেগেছিল, কতজন আহত হয়েছেন, তাদের আঘাত কী ধরনের এসব বিষয়ে কিছু জানানো হয়নি।
নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরে এবং এতে ’১৫ জনের কম’ আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের সামান্য কেটেছিঁড়ে গেছে ও দুজনের জখম মাঝারি ধরনের।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রতলে সংঘর্ষের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সাবমেরিনটি এখন গুয়ামের দিকে যাচ্ছে।
জানা যায়, ইউএসএস কানেক্টিকাট নামে অত্যাধুনিক সাবমেরিনটিতে ১৪ কর্মকর্তাসহ মোট ১৪০ জন ক্রু রয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাষ্যমতে, এটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও অত্যাধুনিক সেন্সরযুক্ত সাবমেরিন। এতে টর্পেডো টিউব রয়েছে আটটি।