সান নিউজ ডেস্ক: চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আরডেম পাতাপৌতিয়ান।
‘তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের কারণে’ তাদের এ পুরস্কার দেয়া হয়।
সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশে সময় বিকেলে সুইডেনের রাজধানী স্টকহোমের নোবেল অ্যাসেমবলি অ্যাট করোলিনস্কা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা দেয়। নোবেল কমিটি তাদের ওয়েবসাইটে এই দুই চিকিৎসকের নাম প্রকাশ করে।
গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হন।
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 4, 2021
The 2021 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to David Julius and Ardem Patapoutian “for their discoveries of receptors for temperature and touch.” pic.twitter.com/gB2eL37IV7
সান নিউজ/এফএইচপি