ফয়সাল বিন ফারহান আল সৌদ
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সৌদির গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে ইরানের সঙ্গে চার দফা গোপন বৈঠক করেছে সৌদি আরব। মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে আঞ্চলিক শক্তিধর দেশ দু’টির মধ্যে বৈরী সম্পর্ক চলছিল। সম্প্রতি সম্পর্কের উন্নতি ঘটাতে দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেছেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ- এর বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দু’টির মধ্যে সমঝোতা বৈঠক সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। তবে কোথায় এই বৈঠক হয়েছে এবং বৈঠকে কারা প্রতিনিধিত্ব করেছেন তা জানানো হয়নি। মূলত রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নেতৃত্বাধীন ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে চাইছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হলো।

রোববার (৩ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি (ফরেন পলিসি) প্রধান জোসেপ বোরেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো অনুসন্ধানাত্মক পর্যায়ে রয়েছে। তবে ইস্যুসমূহ নিয়ে দুই পক্ষ সামনে এগোতে সক্ষম হবেন।

এর দুই সপ্তাহ আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে সাংবাদিকদের বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে সৌদির আরবের সঙ্গে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে দেশ দু’টির মধ্যে চরম মতবিরোধ রয়েছে। ২০১৬ সালে দেশ দুটি একে অপরের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। নতুন করে আলোচনা মধ্যপ্রাচ্যের শান্তির দিকে আরও একধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা