ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড-এর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের হুমকির পর এর বিরোধিতা করেছেন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্ণবাদী অন্যায়, অবিচার এবং ফ্লয়েডের মৃত্যু নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করাকে তিনি সমর্থন করেন না।
পেন্টাগনে এক বক্তব্যে এসপার বলেন, এখন আমরা সেরকম কোনো পরিস্থিতির সম্মুখীন নই যে সেনা মোতায়েন করতে হবে। একমাত্র শেষ উপায় হিসাবেই সক্রিয় দায়িত্বে থাকা সামরিক বাহিনীকে আইন প্রয়োগকারী বাহিনীর ভূমিকায় নামানোর বিকল্প পথ অবলম্বন করা উচিত। পরিস্থিতি খুবই গুরুতর এবং ভয়াবহ হলেই কেবল তা করা যেতে পারে।
এসপার আরও বলেন, তাকে (ফ্লয়েড) হত্যা এক মর্মান্তিক ঘটনা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কর্মকর্তাদেরকে জবাবহিদিতার মুখে দাঁড় করানো উচিত বলে মন্তব্য করেন তিনি।