আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধুর দৌহিত্র ব্রিটিশ সাংসদ টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের গাড়িতে হামলা হয়েছে। রোববার (৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যমকে টিউলিপ বলেন, আমি এ হামলার ঘটনায় ভীত নই।
টিউলিপ জানান, লন্ডনে তার বাড়ির সামনে বৃহস্পতিবার সকালে পার্ক করে রাখা গাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা গাড়ির দরজার গ্লাস ভেঙে দিয়ে গাড়ির ছাদে রাজনৈতিক বার্তা রেখে যায়। গাড়ির ভেতর থেকে কিছুই চুরি হয়নি।
টিউলিপ জানান, এ ঘটনায় তিনি ভীত হন। ঘটনার পর হাউস অব কমন্সের স্পীকার লিন্ডসে হোলেসহ রাজনীতিক ও লেবার পার্টির শীর্ষ নেতারা তার খোঁজখবর নিচ্ছেন।
টিউলিপ রেজোয়ানা সিদ্দিক ব্রিটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো। তিনি ২০১৫ সালে প্রথমবার ব্রিটিশ এমপি নির্বাচিত হন। এমপি হওয়ার আগে তিনি ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলার ছিলেন।
সাননিউজ/এমআর