আন্তর্জাতিক ডেস্কঃ ২০০৭ সালে গৃহীত সংসদীয় আইনের আলোকে সমাজে বেড়ে যাওয়া ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধ কমাতে ইসলামের ইতিহাসের মাস উদযাপন শুরু করেছে কানাডা। এ উৎসব পুরো অক্টোবর মাস জুড়ে পালিত হবে।
কানাডার সংস্কৃতি মন্ত্রণালয় হেরিটেজ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘চলতি মাসে কানাডায় বসবাসরত মুসলিম কমিউনিটির ইতিহাস জানার সুযোগ হবে। কলাবিজ্ঞান, খেলাধুলা, শিক্ষা, বিজ্ঞান ও সাহিত্যে কানাডার মুসলিম জনগোষ্ঠীর অবদান সম্পর্কে জানা যাবে।’
কানাডায় বসবাসরত ১০ লাখের বেশি মুসলিমদের জন্য এ বছরটি খুবই কঠিন ছিল। এ সময় তাদেরকে নানা ধরনের সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অথচ ২০১১ সালের জরিপ অনুসারে তাঁরা মোট জনসংখ্যার ৩.২ শতাংশ। গত এক দশকে এ সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে।
বিবৃতিতে আরও বলে হয়, কানাডা বাস করা মুসলিম সমাজে বিদ্যমান নানা ধরনের বৈষম্য, ইসলামবিদ্বেষ, ঘৃণা প্ররোচিত ঘৃণ্য কার্যক্রম মোকাবেলায় কাজ করতে হবে। চলতি মাসে সহানুভূতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ কানাডা গঠনে এগিয়ে যেতে কাজ সবাইকে কাজ করার আহ্বান করা হয়।
সান নিউজ/এমএইচ