আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর থেকে ইউরোপগামী ৬৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২ অক্টোবর) ভূমধ্যসাগরের বউরি তেল-ক্ষেত্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
নারী ও শিশুসহ অভিবাসন প্রত্যাশীরা ছোট একটি কাঠের নৌকায় সাগর পারি দিচ্ছিলো। ইঞ্জিন জটিলতায় নৌকাটি বন্ধ হয়ে গেলে ভূমধ্যসাগরে ভাসতে থাকলে তা একটি পর্যবেক্ষক বিমানের নজরে আসে।
পরে তাদের উদ্ধার করে ইতালির একটি সরবরাহকারী নৌকা। উদ্ধার হওয়াদের কারোরি লাইফ জ্যাকেট ছিল না। প্রায়ই ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীরা সমুদ্রে ইঞ্জিন জটিলতায় হুমকির মুখে পড়ে।
এ বছর ৪৪ হাজার অভিবাসন প্রত্যাশী তিউনিশিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হয়ে ইউরোপ পৌঁছেছে।
সান নিউজ/এফএআর