আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলি নির্বাসনের আট বছর পর দেশে ফিরেই আটক হয়েছেন। দেশটির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ আট বছর পর ইউক্রেন থেকে দেশে ফিরেছিলেন তিনি।
জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলিকে রুস্তাভির একটি কারাগারে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী।
শনিবারের নির্বাচনকে জর্জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন আটক হওয়া সাবেক প্রেসিডেন্ট শাকাশভিলি। রোববার তিনি রাজধানী তিবলিসিতে একটি র্যালির ডাক দেন। এতে নিজেও অংশ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন।
শাকাশভিলির পোস্টের ১৮ ঘণ্টা পর তাকে আটকের ঘোষণা দেয় সরকার।
এক সংবাদ সম্মেলনে জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি জনগণকে জানাতে চাই যে জর্জিয়ার তৃতীয় সাবেক প্রেসিডেন্ট মিখাইলকে আটক করা হয়েছে।
সান নিউজ/এফএইচপি