আন্তর্জাতিক ডেস্ক:
শত শত ইসরায়েলিদের আইডি নাম্বার, ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য, সেলফোন নাম্বারসহ ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে দিয়েছে অ্যানোনিমাস ইসলামিক জেই আর্মি। মঙ্গলবার (২ জুন) জেরুজালেম পোস্ট এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানোনিমাস ইসলামিক জেই আর্মি ফিলিস্তিনিরে সহযোগী গোষ্ঠী। প্রতি বছর ইসরায়েলের নানা তথ্য হ্যাকিংয়ের যে প্রচেষ্টা নেওয়া হয়, তাতেই অংশ নিয়েছে তারা।
জেরুজালেম পোস্ট আরও দাবি করেছে, ইসরায়েল ও ইসরায়েলিদের ক্ষতি করার জন্যই এ হ্যাকিং করা হয়েছে। গত ৭ বছর ধরে এমন প্রচেষ্টা চলছে।
এদিকে, ইসরায়েলি সাইবার সিকিউরিটি কোম্পানির দাবি, ইসরায়েলি সরকার জুলাইয়ে পশ্চিম তীরের ৩০ ভাগ দখল করার যে কর্মসূচি হাতে নিয়েছে তার প্রতিবাদস্বরূপ এমন সাইবার হামলার ঘটনা ঘটানো হতে পারে। সূত্র: হিন্দুস্তান টাইমস
সান নিউজ/ আরএইচ