আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জৈষ্ঠ নেতা সালিম আবু-আহমেদ নামের এক নেতা নিহত হয়েছেন।
২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব শহরের কাছে মার্কিন ড্রোন হামলা হয়। সেই হামলাতেই সালিমুল আবু আহমেদের মৃত্যু হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা। এছাড়া এ অঞ্চলে চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় তার হাত ছিলো বলে মনে করা হয়। এমনকি হামলা চালানোর জন্য তহবিলও সংগ্রহ করতেন তিনি।
ফক্স নিউজের খবরে বলা হয়, সিরিয়ার ইদলিব অঞ্চলে চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সালিমুলের হাত ছিল বলে মনে করা হচ্ছে।
এসব হামলা চালানোর জন্য নিহত ওই আল কায়েদা নেতা তহবিল সংগ্রহ এবং পরিকল্পনা করতেন বলেও জানা গেছে।
এদিকে এএনআইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সালিম আবু-আহমেদ নিহত হলেও সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আল কায়েদার জঙ্গিদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন আইএস এর প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
সান নিউজ/এনএএম