আন্তর্জাতিক ডেস্ক: কেটে ফেলা লম্বা চুল দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন জাহাব খান।
পাকিস্তানি বংশোদ্ভূত ৩১ বছর বয়সি এ নারীর বাড়ি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। পেশায় তিনি স্কোয়াশ খেলোয়াড়, কোচ ও সমাজকর্মী।
জাহাব খান ১৮ বছরের চেষ্টায় চুল লম্বা করেছিলেন। দীর্ঘ এ সময়ে একবারের জন্যও চুলে কাঁচি দেননি। দেড় যুগ পর এসে কেটে ফেলেছেন সেই লম্বা চুল। পরে তা শিশুদের কল্যাণে দান করেন। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা চুল দান করে বিশ্ব রেকর্ড এখন তার।
সান নিউজ/এমএইচ