আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ভারতের শিল্পপতি গৌতম আদানি এবং তার পরিবার দৈনিক আয় এক হাজার দুই কোটি ভারতীয় টাকা। করোনাকালে তার অর্থ বেড়েছে ২৬১ শতাংশ। ১ লাখ ৪০ হাজার ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৫ লাখ ৫ হাজার ৯শ কোটি টাকায় দাঁড়িয়েছে তার সম্পত্তির পরিমাণ।
আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায় আদানি এখন এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী পরিবার। তবে প্রথম স্থান অর্জন করেছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানী। তিনি টানা দশ বছর এশিয়ার শ্রেষ্ঠ ধনীর শিরোপা ধরে রেখেন তিনি।
এশিয়ার ধনীদের তালিকায় তৃতীয় স্থানে আছেন চীন বিশিষ্ট ব্যবসায়ী ঝং শানশান। এ তালিকায় আরও আছেন ভারতীয় শিল্পপতি শিব নাদার, এসপি হিন্দুজা, লক্ষ্মী মিত্তল, সাইরাস এস পুনাওয়াল, রাধাকৃষ্ণন ধামানি।
সান নিউজ/এমকেএইচ