আন্তর্জাতিক ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে ওমরা পালনকারীদের সংখ্যা বাড়াতে মক্কার পবিত্র মসজিদুল হারামে সারির সংখ্যা বাড়ানো হয়েছে। জানা যায়, সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে পঁচিশটি নতুন সারি যুক্ত করা হয়। এছাড়া নতুন সারিগুলোতে স্টিকার যুক্ত করা হয়।
এদিকে পবিত্র কাবা শরিফের চত্বরে ও পাশে নতুনকরে নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে।
মসজিদুল হারামে কয়েক ধাপে প্রতিবন্ধীদের সারি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিবন্ধী পরিচালনা বিভাগের মহাপরিচালক আহমেদ আল বারাকতি।
পবিত্র দুই মসজিদের মুসল্লিদের সেবা দিতে প্রায় ছয় শতাধিক নারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে নারী উন্নয়ন বিভাগের উপপরিচালক ড. আল আনুদ বিনতে খালিদ আল আবুদ।
সান নিউজ/এমএইচ