আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেন। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়।
মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা যাতে লঙ্ঘিত না হয় সে জন্য ইসরাইলকে বাধ্য করতে হবে।
ইরানের স্থায়ী প্রতিনিধি আরো বলেন, “আমরা ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাই এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।