ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা মহামারির কারণে এবারের হজযাত্রা বাতিল ঘোষণা করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া।
মঙ্গলবার (২ জুন) দেশটির ধর্ম মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, করোনাভাইস নামে পরিচিত কোভিট-১৯ এর কারণে হজ যাত্রীদের স্বাস্থ্য উদ্বিগ্ন আমরা। এ কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।
দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট জানায়,সৌদি আরব কর্তৃপক্ষও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজ ও ওমরাহ পালন বন্ধ রেখেছে।
ইন্দোনেশিয়া থেকে প্রতি বছর কয়েক লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যায়। তবে দেশটির একজন নাগরিক সারা জীবনে হয়তো একবারই হজ করতে যাওয়ার সুযোগ পান। কোটা পদ্ধতির কারণে সেখানে গড়ে প্রত্যেক নাগরিককে ২০ বছর অপেক্ষা করতে হয়।